প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা নির্বাচন অফিস রয়েছে। এই অফিস বাংলাদেশ নির্বাচন কমিশন-এর আওতাধীন ও নির্বাচন কমিশন সচিবালয়- এর সচিবের অধীন পরিচালিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যাদি সম্পন্ন করার জন্য ইহার অধীন প্রতিষ্ঠিত আছে বিভাগীয়/আঞ্চলিক পর্যায়ে ১০টি আঞ্চলিক নির্বাচন কর্মকরতার কার্যালয়, জেলা পর্যায়ে ১৯ বৃহত্তর জেলায় ১৯টি সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, অবশিষ্ট ৪৫টি জেলায় ৪৫টি জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, উপজেলা পর্যায়ে প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা / থানা নির্বাচন অফিসারের কার্যালয় এবং প্রতিটি সিটি কর্পোরেশন এলাকায় একাধিক থানা নির্বাচন অফিসারের কার্যালয় । আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন সিনিয়র উপ-সচিব পর্যায়ের ১ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ২ জন সহকারী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন ১ জন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা (উপ-সচিব পর্যায়ের) ২ জন নির্বাচন কর্মকর্তা(সহকারী সচিব), জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন ১ জন জেলা নির্বাচন কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব পর্যায়ের) এবং উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা (প্রথম শ্রেণীর কর্মকর্তা)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS